Latest News

এবার জামুড়িয়ায় ‘অযোগ্য’ শিক্ষিকার খোঁজ! তালিকা বেরতেই স্কুলে আসছেন না

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ফের এস‌এসসির ঘোষিত এক ‘অযোগ্য’ শিক্ষকের সন্ধান মিলল। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এস‌এসসি ৪০ জন ‘অযোগ্য’ শিক্ষককের এক তালিকা ৬ ডিসেম্বর ঘোষণা করে। এরা সকলে এস‌এসসি পরীক্ষার ওএম‌আর শিট কারচুপির মাধ্যমে শিক্ষকতার চাকরি পেয়েছে বলে সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে। সেই তালিকার দু-নম্বরেই নাম আছে সঙ্গীতা হাতির। পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় এই শিক্ষিকার‌ সন্ধান মিলেছে।

জামুড়িয়ার বিজপুর নেতাজি শিক্ষা নিকেতন উচ্চবিদ্যালয়ে বাংলা ভাষার শিক্ষকতা করেন সঙ্গীতা হাতি। তিনি ২০১৯ সালে চাকরিতে যোগদান করেন বলে জানা গিয়েছে। কিন্তু এস‌এসসি’র তালিকা প্রকাশের পর আর স্কুলে আসছেন না সঙ্গীতাদেবী।

যদিও এই শিক্ষিকা কেন স্কুলে আসছেন না সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি নেতাজি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সরোজ কুমার চট্টোপাধ্যায়। শুধু জানান, ওই শিক্ষিকার বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর থেকে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছিল। তাঁরা সেই তথ্য ইতিমধ্যেই পাঠিয়েও দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে মালদহের এক স্কুলে জোড়া ‘অযোগ্য’ শিক্ষকের খোঁজ পাওয়া গিয়েছিল।

You might also like