Latest News

ইস্টবেঙ্গল আইএসএলে, ঘোষণা করে দিল এফএসডিএল

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার অবসান।

রবিবারই এফএসডিএল ঘোষণা করে দিল, এ মরশুমের আইএসএলে ১১তম দল হিসেবে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। বিড পেপার জমা আগেই হয়ে গিয়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। এদিন সেটাও হয়ে গেল।

এদিন এফএসডিএলের কর্ণধার নীতা আম্বানি একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ইস্টবেঙ্গল যে বিড পেপার জমা দিয়েছিল তা গৃহীত হয়েছে। তাতে কোনও ত্রুটি নেই। ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গে গাঁটছড়া সংক্রান্ত প্রক্রিয়াও খতিয়ে দেখা হয়েছে তাতেও কোনও সমস্যা নেই। সুতরাং এই সিজনের ১১তম দল হিসেবে ভারতের এক নম্বর টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হল শতবর্ষে পার করা ক্লাবটি।

ইনভেস্টর নিয়ে চাপে ছিল ইস্টবেঙ্গল। লকডাউনের ফলে অর্থনৈতিক মন্দার কারণে বহু সংস্থাই অনেক দূর কথা এগিয়েও শেষপর্যন্ত পিছিয়ে আসে। কিন্তু গত ২ সেপ্টেম্বর শাপমুক্তি হয়। নবান্ন থেকে ইস্টবেঙ্গল কর্তাদের পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টর হচ্ছে। তখনই মোটামুটি বোঝা গিয়েছিল। ২৭ সেপ্টেম্বর তা সম্পূর্ণতা পেল।

আইএসএল খেলার শর্তে একাধিক দেশীয় ফুটবলারকে আগেই সই করিয়েছিল ইস্টবেঙ্গল। জট না কাটায় তাঁদেরও ভবিষ্যৎ ঝুলে ছিল। এদিন সব সংশয় কেটে গেল। এবার নতুন কোচ ও বিদেশি নেওয়ার জন্য ঝাঁপাবে ইস্টবেঙ্গল।

You might also like