
দ্য ওয়াল ব্যুরো: ইউরো কাপ থেকে ফ্রান্সের বিদায়ের পরেই তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ফ্রেঞ্চ ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। তাঁর পেনাল্টি মিসের ফলেই ইউরো কাপে অঘটন ঘটেছে। ফ্রেঞ্চ তারকার সমালোচনায় মুখ খুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। কিন্তু এমবাপেকে ‘ওভার রেটেড প্লেয়ার’ বলে কটাক্ষ করতে গিয়ে পাল্টা ফুটবলপ্রেমীদের রোষের মুখেও পড়েছিলেন বাবুল।
এবার তারই জবাব দিলেন তিনি, তবে অন্য ভাবে।
সম্প্রতি এমবাপের সমালোচনা করেছেন প্রাক্তন ফ্রেঞ্চ তারকা জিদান। বাবুল এদিন তাঁর দৃষ্টান্তই তুলে ধরেন। সেই সঙ্গে সমালোচকদের উদ্দেশে আসানসোলের বিজেপি সাংসদের জবাব, ‘দেখবেন, জিদানকে যেন আবার গালাগালি করবেন না।’
ঠিক কী বলেছেন জিদান? ফরাসি সংবাদমাধ্যমের কাছে জিদান বলেছেন, আমি ঠিক কোনও নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভালবাসি না। কিন্তু কিলিয়ান এমবাপেকে খুব শিগগিরই একটি বিষয় ঠিক করতে হবে। তা না হলে সেটা ওঁর কেরিয়ার শেষ করে দিতে পারে। তা হল ওঁর অহংকার। ফ্রান্সে ওঁর চেয়েও বড় মাপের খেলোয়াড় ছিলেন, কিন্তু তাঁরা কখনও অহংকার দেখাননি। আমার ভয় হচ্ছে, ওঁ যদি এভাবেই চালিয়ে যায়, তবে আর বেশিদিন টিকতে পারবে না।’
জিদানের এই বক্তব্যকে সামনে রেখেই নেট মাধ্যমে সমালোচকদের এক হাত নিয়েছেন বাবুল সুপ্রিয়। তিনি লিখেছেন, ‘দেখবেন, জিদান কে যেন আবার গালাগালি বা ট্রোল করবেন না – আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি কিন্তু বিজেপি করেন না।’
ইউরো থেকে ফ্রান্সের বিদায়ের পর বাবুল ফেসবুকে লিখেছিলেন, এই সময়ে আমার দেখা বিশ্বের ওভাররেটেড ফুটবলারদের মধ্যে অন্যতম এমবাপে। সবাই মনে করে এমবাপের ঈশ্বরপ্রদত্ত প্রতিভা রয়েছে। কিন্তু ফরাসি এই ফুটবলার নিজের প্রতিভার প্রতি একদমই সুবিচার করতে পারেননি। পরে বাবুল ‘বিশেষ দ্রষ্টব্য’ হিসেব লেখেন, ‘‘এর সঙ্গে কোনও রাজনৈতিক অভিপ্রায় জড়িয়ে নেই।”
তবে সেসময় অনেকেই রাজনীতি তুলে কটাক্ষ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদকে। এদিন যেন জিদানকে সামনে রেখে সেই সমস্ত সমালোচনা কটাক্ষের জবাব দিলেন বাবুল।