
বিনা পয়সায় মেট্রো, কেজরিওয়ালকে তিরস্কার সুপ্রিম কোর্টের
বিচারপতিদের কোথায়, একদিকে দিল্লি সরকার যাত্রীদের ঢালাও সুবিধা দিচ্ছে, একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে বলছে, খরচের অর্ধেক তাদের বহন করতে হবে, দু’টো একসঙ্গে চলতে পারে না। আপনারা যদি মানুষকে বিনা পয়সায় মেট্রোয় চড়তে দেন, তাহলে সমস্যার সৃষ্টি হবেই।
বিচারপতি অরুণ মিশ্র বলেন, আপনারা বলছেন, মেট্রো চালিয়ে ক্ষতি হচ্ছে। আপনারা পাবলিক মানি নিয়ে কাজ করেন। সেই অর্থ যাতে ঠিকমতো খরচ হয়, সেজন্য আদালত নির্দেশ দিতে পারে। আপনারা এমন কিছু করবেন না যাতে দেউলিয়া হয়ে যান।
গত জুন মাসে কেজরিওয়াল ঘোষণা করেন, তাঁর সরকার চেষ্টা করছে যাতে মহিলাদের বিনা পয়সায় মেট্রো রেলে ও দিল্লি ট্রান্সপোর্টের বাসে চড়তে দেওয়া যায়। কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী, মেট্রোর সম্প্রসারণের জন্য যে জমি অধিগ্রহণ করতে হবে তার ব্যয় বহন করতে হবে রাজ্যকে।