
এদিন ফোনে সীতাদেবী ধরা গলায় বলেন, ‘আমি দীর্ঘদিন দিদির সৈনিক হিসেবে কাজ করেছি। আগামীতেও করব। দিদির প্রতি আমার আস্থা আছে। কিন্তু তৃণমূলের কিছু লোকজন আমার নাম বাদ দিয়েছে। বিষয়টি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দিদি ব্যস্ত মানুষ। আমাদের ফোন ধরেন না।’
উল্লেখ্য, ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করা হয়েছে কার্তিক চন্দ্র মান্নাকে। সিপিএমের প্রার্থী পল্লব মুখোপাধ্যায়। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। গতকালই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল। গতবার তৃণমূলের ১২৬ কাউন্সিলরের মধ্যে এবার ৮৭ জনকে প্রার্থী করেছে জোড়াফুল। এঁদের মধ্যে ৭৮ জন তাঁদের পুরনো ওয়ার্ড থেকেই লড়ছেন। বাকিরা লড়বেন অন্য ওয়ার্ড থেকে। ৩৯ জন বিদায়ী কাউন্সিলরকে এবার আর প্রার্থী করেনি তৃণমূল। এদের মধ্যে অনেকেই প্রকাশ্যে বা ঘনিষ্টমহলে ক্ষোভ প্রকাশ করছেন।