
২০০৬ সাল। বিপুল জনমত নিয়ে সপ্তম বামফ্রন্ট সরকার গঠনের পরে রাজ্যে ছোট গাড়ি তৈরির কারখানা গড়তে রতন টাটার সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নানা প্রান্তে জমি দেখার পর কলকাতার কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে সিঙ্গুরেই জমি পছন্দ হল টাটা গোষ্ঠীর। এরপরেই সেখানকার ৯৯৭ একর জমি নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। কিন্তু ২৫ মে জমি পরিদর্শনে যেতেই প্রবল বিক্ষোভের মুখে পড়েন টাটা গোষ্ঠীর প্রতিনিধিরা। শুরু হয় সিঙ্গুরের জমি আন্দোলন। তারপরেরটা ইতিহাস। জমি দিতে হয়নি। কিন্ত চাষ করা গেল কি? কেমন আছেন সেই সিঙ্গুরের চাষিরা? খোঁজ নিল দ্য ওয়াল।