
দ্য ওয়াল ব্যুরো, দুর্গাপুর: তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীর পোস্টারের সিঁদুর লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরের বেনাচিতি এলাকায়। একই সঙ্গে পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ, এমন কাজ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই ঘটিয়েছে। তবে বিজেপি বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ্বের জের বলেই দায় অস্বীকার করেছে।
তৃণমূল কংগ্রেসের নেতা রাহুল সিংয়ের দাবি, ”বিজেপির কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে দুর্গাপুর জুড়ে মমতা ব্যানার্জীর পোস্টারে সিঁদুর লাগিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে তৃণমূলের। এই রকম জঘন্য কাজের জন্য তারা প্রতিবাদ জানিয়েছেন। ”
বিষয়টি নিয়ে তৃণমূলের দুর্গাপুর পশ্চিম বিধানসভার প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালের অভিযোগ, ”মমতা ব্যানার্জী অবিবাহিত মহিলা। তাঁর মুখে সিঁদুর লাগিয়ে বিজেপি ধর্ম নিয়ে রাজনৈতিক খেলায় মেতেছে। এইরকম অন্যায় কাজ একমাত্র বিজেপি কর্মীরা রাতের অন্ধকারে করতে পারে। ধর্মের নামে অধর্মকে প্রতিষ্ঠা করতে চাইছে বিজেপি যারা এইসব কাজ করে তাদের বিনাশ অবশ্যম্ভাবী। প্রতিবাদে থানায় অভিযোগ জানানো হবে।”
অন্যদিকে বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ পাত্র জানান, ” বিজেপি এমন সংস্কৃতিতে বিশ্বাস করে না, তৃণমূল কংগ্রেসের পায়ের নীচে মাটি সরে যাওয়াতে তারা বিজেপির নামে কুৎসা রটিয়ে বেড়াচ্ছে।” ঘটনাটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছেন অভিজিৎ পাত্র।