Latest News

‘এত অহংবোধ ভাল ঠেকল না’, সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তীকে তুলোধোনা শ্রীলেখার

দ্য ওয়াল ব্যুরো: ‘সরকারে না থাকুক, দরকারে আছে’, এই ট্যাগ লাইন বেশ পরিচিত জনসাধারণের কাছে। বিধানসভাতে আসন শূন্য হলেও অতিমারীর সময়ে সকলের মুখে মুখেই ঘুরছে ‘রেড ভলেন্টিয়ার্স’দের কথা। আর তাঁদের নিয়েই বেফাঁস মন্তব্য করলেন নবনির্বাচিত তারকা বিধায়ক রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়াতে তারই পাল্টা উত্তর ফিরিয়ে দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

শ্রীলেখা, সবুজ-গেরুয়ার বাইরে গিয়ে ভরসা রেখেছেনে বামপন্থার ওপরে, তিনি একনিষ্ঠ বামপন্থী। তাই ব্রিগেডের মঞ্চে, ভোটের প্রচারে, রক্তদান শিবির কিংবা শ্রমজীবী ক্যান্টিনে তাঁকে দেখা যায় বারবার। এবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যের শাসক দলের নবনির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তীকে একহাত নিলেন।

রেড ভেলন্টিয়ার্সদের নিয়ে রাজ চক্রবর্তীর একটি মন্তব্য থেকেই সূত্রপাত হয় বিতর্কের। রাজ চক্রবর্তী বলেন, “ওদের কাছে কাজ নেই। ওরা দেখাচ্ছে যে রাস্তায় নেমেছে। আর আমরা সারাদিন রাস্তাতেই থাকি, আমাদের প্রমাণ করার কিছু নেই।” আর তাঁর এই মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করেন শ্রীলেখা মিত্র।

শ্রীলেখা আজ তাঁর ফেসবুক পেজে রাজ চক্রবর্তীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে লেখেন, “এতো অহংবোধ কিন্তু ভাল ঠেকল না… আপনি বিধায়ক হয়ে উদাহরণ তৈরি করুন আপনার কাজের মাধ্যমে, যাঁরা শূন্য হয়েও সত্যিকারের মানুষের পাশে আছেন, তাঁদের এভাবে অপমান করার ধৃষ্টতা দেখাবেন না দয়া করে, মানুষ ক্ষমা করবে না।”

শুধু এইটুকই নয়, শ্রীলেখা নব নির্বাচিত বিধায়কের কথাতে যে যথেষ্টই হতাশ হয়েছেন তা তাঁর পোস্টের ক্যাপশনেই উঠে এসেছে। তিনি এর পাশাপাশি বারাকপুরের রেড ভলেন্টিয়ার্সদের অনুরোধ করেন যে এরপর থেকে কোনও প্রয়োজন হলে, তাঁরা যেন তাঁদের নতুন বিধায়ককেই সেটা সমাধান করার জন্য জানান।

You might also like