
দ্য ওয়াল ব্যুরোঃ এবারের পুজোয় তাঁদের নিয়ে চর্চা তোলপাড় করেছিল নেটমাধ্যম। দ্য ওয়ালের ফটোশুটে নতুন রূপে ধরা দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যেমন ভাইরাল হয়েছিল তাঁদের পুজোর সাজ, তেমন জুটিতেই তাঁরা চমকে দিয়েছিলেন বিজয়া দশমীর দিনও। সকলে চোখ মেলে দেখেছিল শোভন-বৈশাখীর সিঁদুরখেলা। আর তা দেখে একের পর এক তীর্যক মন্তব্যে বিদ্ধ করা হয়েছিল বাংলার রাজনীতির এই অন্যতম রঙিন জুটিকে।
কিন্তু দশমীর সেই সিঁদুরখেলা নিয়ে যে যাই বলুক, শোভন-বৈশাখী আছে শোভন-বৈশাখীতেই। সোশ্যাল মিডিয়াতেই কলকাতার প্রাক্তন মেয়র দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন, সেদিনের সিঁদুরখেলা ছেলেখেলা ছিল না। আগামী দিনে তিনিই তা প্রমাণ করে দেখাবেন।
শুধু তাই নয়, ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শোভনবাবু। তিনি বলেছেন, তাঁর দুই নয়, তিন সন্তান। কারা তাঁরা? শোভনের তিন সন্তান হলেন, সপ্তর্ষি চট্টোপাধ্যায়, সুহানি চট্টোপাধ্যায় এবং রীনা বন্দ্যোপাধ্যায়। প্রথম দুজন শোভন চট্টোপাধ্যায় আর রত্না চট্টোপাধ্যায়ের সন্তান। কিন্তু রীনা হলেন বৈশাখী দেবীর মেয়ে।
এদিন বৈশাখী শোভন ব্যানার্জী নামের ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে শোভনবাবু একটি পূর্ব প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদনের জবাব দিয়েছেন। সেই সঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দেগেছেন নতুন করে। বিবাহবিচ্ছেদ মেনে নিয়ে বেহালার বাড়ি ছাড়ার কথা আবারও মনে করিয়ে দিয়েছেন রত্নাকে।
বেহালায় নিজের বাড়ি অনেক আগেই বৈশাখী দেবীর নামে লিখে দিয়েছেন শোভনবাবু। সেই সূত্রে দিন কয়েক আগে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বাড়ি ছাড়ার নোটিশ পাঠিয়েছিলেন রত্নার কাছে। এদিকে কলকাতা পুরভোটের দামামা বেজে গেছে। সেখানে শোভন চট্টোপাধ্যায়ের পুরনো ওয়ার্ড থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রত্নাদেবী। সেই আবহে ফের শোভন-রত্না সম্পর্কের তিক্ততা ছড়ালো সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে শোভন এদিন স্পষ্টই বলেছেন, তাঁর তিন সন্তান। আর দশমীর দিন যে দিঁদুরখেলার ছবি ক্যামেরায় ধরা পড়েছিল তা কোনওভাবেই ছেলেখেলা নয়। তার বাস্তবতা প্রমাণ করার শপথ নিয়েছেন তিনি।
কী শপথ? তবে কি সিঁদুরখেলাকেই এবার স্বীকৃতি দিতে চলেছেন শোভন-বৈশাখী? বাস্তবেই বিয়ে করতে চলেছেন? বলা বাহুল্য, সেই সম্ভাবনার গুঞ্জন কিন্তু আরও একবার মাথা চারা দিয়ে উঠেছে এদিনের ফেসবুক ভিডিও থেকে।