
পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গেলেন শোভন-বৈশাখীও, মাতৃবিয়োগের পর সৌজন্য সাক্ষাৎ
গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি গিয়েছিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও। দলবদলের জল্পনার মাঝে এই সাক্ষাৎ নিয়ে নানা কথা হাওয়ায় ভাসছিল। তবে একে নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছিলেন প্রাক্তন বনমন্ত্রী।
এদিন দেখা গেল, মাতৃহারা পার্থ চট্টোপাধ্যায়কে সমবেদনা জানাতে তাঁর বাড়ি গিয়েছিলেন বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞাও। তাছাড়া তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্বের আনাগোনা তো রয়েইছে।
একুশের ভোটের আগেই বিজেপি ছেড়েছেন শোভন চট্টোপাধ্যায়। তিনি এখন কোনও দলেরই সদস্য নন। তবে মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর শোভন চট্টোপাধ্যায়কে নিয়েও যে জল্পনা একেবারে হয়নি, তা নয়। তার মাঝেই এদিল যুগলে নাকতলায় হাজির হলেন শোভন বৈশাখী।