
দ্য ওয়াল ব্যুরো: ভর সন্ধেয় গুলি চলল হাবড়ায় (Habra)। মামার বাড়ি বেড়াতে এসে গুলিবিদ্ধ দুই যুবক। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার অন্তর্গত জিওলডাঙ্গা গাঙ্গুলি পাড়া এলাকায়। জখম অবস্থায় ওই দুই যুবককে ভর্তি করা হয়েছে হাবড়া হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, আহত দুই যুবকের নাম মনী দাস (২৮) এবং সুকদেব দাস (২৫ )। তাঁদের বাড়ি বর্ধমান জেলায়। হাবড়ার বাণীপুর লোক উৎসব দেখতে দিন তিনেক আগে তাঁরা মামার বাড়ি এসেছিল। এখানে তাঁদের উপর গুলি চালায় আততায়ীরা।
ঘটনার তদন্ত করছে পুলিশ। কী কারণে গুলি চলেছে, কেনই বা তাঁদের গুলি করা হল তা খতিয়ে দেখা হচ্ছে।
।