Latest News

পানিহাটিতে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা অরন্দম সরকারের (পিকলু) বাড়ি লক্ষ্য করে গুলি চলল। ভাঙচুর চালানো হল বাড়িতেও। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটির ১৯ নম্বর ওয়ার্ডের মারোয়াড়ি বাগান এলাকায়। যা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

অরিন্দম জানিয়েছেন, কাল মাঝ রাতে একদল ছেলে এসে বাড়িতে হামলা চালায়। ভাঙচুর চালানো হয় দরজা-জানলায়। বাইরে রাখা তাঁর মোটর সাইকেলটিতেও ভাঙচুর চালানো হয়। তাঁর বক্তব্য, ওই দলটি হুমকি দিতে থাকে বাড়ি থেকে বের হলে গুলি করে দেবে। এরপর দুটি গুলি ছুড়ে চম্পট দেয় তারা।

এদিন সকালে অরিন্দম জানান, কী কারণে এই ঘটনা ঘটল তা তিনি বুঝতে পারছেন না। তাঁকে জিজ্ঞেস করা হয়, দলে কোনও রকম কোন্দলের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে কি না। সেই জবাবও এড়িয়ে গিয়েছেন তিনি। আবার এও ঠিক, বিরোধী কোনও দল সম্পর্কেও অভিযোগ করেননি টিএমসিপি-র এই নেতা। ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।

তবে রাত্রিবেলা এমন ভাঙচুর ও গুলি চালানোর ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কারা এমন কাজ করল তা বুঝেই উঠতে পারছেন না স্থানীয়রা। এর পিছনে রাজনৈতিক কারণই রয়েছে কি না তা স্পষ্ট নয়।

You might also like