Latest News

পুরভোট মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বিজেপি, শুনানি হবে হাইকোর্টেই

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরভোটের বাকি আর মাত্র ৬ দিন। তার আগে পুরভোট মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল বিজেপি। পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। তবে এদিন শীর্ষ আদালত থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মামলার নিষ্পত্তি হবে হাইকোর্টেই। তাতে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না।

বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিল গেরুয়া শিবির। একাধিক অভিযোগ এনেছিল তারা শাসকদলের বিরুদ্ধে। পুরভোটেও যাতে তেমন পরিস্থিতি না হয়, যাতে জনসাধারণ নির্ভয়ে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছে তারা। কিন্তু এই মামলায় সুপ্রিম কোর্টে তেমন সুবিধা করা গেল না।

এদিন শীর্ষ আদালতের বিচারপতি এল নাগেসারা রাও এবং বিচারপতি বিআর গাওয়াইয়ের ডিভিশন বেঞ্চ থেকে বিজেপির আইনজীবীকে বলা হয়েছে, বাংলার পুরভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা তা নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। এই বিষয়ে পরিস্থিতি ভালভাবে বিবেচনা করতে পারবে হাইকোর্টই। ফলে আগামী দিনে পুর মামলার নিষ্পত্তি কলকাতা হাইকোর্টেই হবে।

বিজেপির তরফে একাধিক অভিযোগ আনা হয়েছে ত্ত্রিণমূলের বিরুদ্ধে। বলা হয়েছে কলকাতার পুরভোট ঘোষণা এবং তার প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই তাঁদের প্রার্থীদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এমনকি মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কিন্তু পুরভোটে কেন্দ্রীয় বাহিনী ডাকা হবে কিনা তা স্থির করবে হাইকোর্টই।

You might also like