Latest News

ভাইয়ের শ্রাদ্ধ সেরে ফেরা হল না শান্তাদেবীর, বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের যাত্রী ছিলেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: ছোটভাইয়ের শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিলেন। আর বাড়ি ফেরা হল না শান্তাদেবী পাটানির। জলপাইগুড়িতে এসে তাঁর দেহ শনাক্ত করলেন তাঁর দুই ছেলে। শুক্রবার বিকেলে ময়নাগুড়িতে লাইনচ্যুত হয় বিকানির-গুয়াহাটি এক্সপ্রেস। সেই ট্রেন দুর্ঘটনাতেই মৃত্যু হয় শান্তাদেবীর।

ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ডিসেম্বরের ২৩ তারিখ জয়পুর গিয়েছিলেন শান্তাদেবী পাটানি। গুয়াহাটি বাসিন্দা শান্তাদেবী। ভাইয়ের শ্রাদ্ধানুষ্ঠান শেষ করে বাড়ির আসার জন্য ট্রেনে ওঠেন। সঙ্গে ছিলেন শান্তাদেবীর ভাই ধরম জৈন। ট্রেনের একটি এসি কোচে ছিলেন তিনি। অন্যদিকে স্লিপার কোচে ছিলেন শান্তাদেবী। দুর্ঘটনার পর ধরম জৈনই ফোন করে শান্তাদেবীর ছেলেদের খবর দেন।

রাতারাতি গুয়াহাটি থেকে রওনা দেন শান্তাদেবীর দুই ছেলে রোহিত জৈন ও বিজয় জৈন। মারোয়ারি যুব মঞ্চ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে রোহিত ও বিজয় মাকে খুঁজে পান হাসপাতালের মর্গে। দেহ শনাক্ত করে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

মামার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিয়ে যাওয়া মা যে আর ঘরে ফিরবেন না মেনে নিতে পারছেন না দুই ছেলে।

You might also like