Latest News

বড়দিন-নিউইয়ারে মাইকের তাণ্ডব, বাজির হুল্লোড় বন্ধ হোক, আর্জি সবুজ মঞ্চের

দ্য ওয়াল ব্যুরো: শীত পড়তেই শুরু হয়েছে উৎসবের মরসুম। বড়দিনে কলকাতার বাঁধনছাড়া উল্লাস, বিরাট জমায়েত দেখেছে সকলেই। একদিকে তো কোভিডের নতুন স্ট্রেন ওমিক্রন নিয়ে আতঙ্ক আছেই, কিন্তু এই উৎসবের আনন্দের মাঝে পরিবেশকে ভুলে থাকলে তো চলবে না। তাই পরিবেশরক্ষার আর্জি নিয়ে রাজ্যের পলিউশন কন্ট্রোল বোর্ডকে চিঠি দিল সবুজ মঞ্চ।

বড়দিন কিংবা নিউ ইয়ার উপলক্ষ্যে নানা জায়গায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে জোরে জোরে মাইক বাজে, লাউড স্পিকারে বাজানো হয় হরেক রকম গান। ১ জানুয়ারিতে রাত ১২টা বাজলেই শব্দ বাজির তাণ্ডবও অচেনা নয়। অনেকে বড়দিন থেকেই বাজি পোড়ানো শুরু করেন। এই সমস্ত আনন্দ আয়োজনের বিরুদ্ধেই সরব হয়েছে সবুজ মঞ্চ। পলিউশন কন্ট্রোল বোর্ডকে চিঠি লিখে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করতে বলেছে তারা।

জোরে মাইক বাজানো বা বাজি পোড়ানো থেকে যাতে এবছর মানুষ বিরত থাকেন তার নির্দেশ দিতে বলা হয়েছে। সবুজ মঞ্চের জেনারেল সেক্রেটারি নবা দত্ত চিঠিতে লিখেছেন, এবছর কালিপুজোর আগে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে বাজি নয়ে যে রায় দেওয়া হয়েছে তাতে সবুজ বাজির সংজ্ঞা নিয়ে বিভ্রান্তি রয়েছে। তার সুযোগ নিয়ে অনেকেই বাজি পুড়িয়েছেন যথেচ্ছ। তাই এই শীতকালীন উৎসবের মরসুমে যে কোনও রকম বাজিই নিষিদ্ধ করা হোক, আবেদন সুবজ মঞ্চের। সেই সঙ্গে কড়া পদক্ষেপ করা হোক জোরে মাইক বা গানবাজনার বিরুদ্ধেও।

এই চিঠি কলকাতা, ব্যারাকপুর, হাওড়া এবং বিধাননগর পুলিশ কমিশনার এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের ডিজিকেও পাঠানো হয়েছে।

You might also like