
বাবাকে খুন করে সেপটিক ট্যাঙ্কে ঢুকিয়ে রাখল ছেলে! হুলস্থূল সবঙে
দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবাকে (Father) খুন (Kills) করল ছেলে। শুধু তাই নয়, প্রমাণ লোপাট করতে বাবার মৃতদেহ নিজেরই বাড়ির সেপটিক ট্যাঙ্কে (Septic Tank) লুকিয়ে রেখেছিল সে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বলপাই ৯ নং অঞ্চলের পেরুয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম সুভাষ প্রামাণিক, বয়স আনুমানিক ৬০ বছর। সূত্রের খবর, প্রায় ১৬ দিন ধরে নিখোঁজ ছিলেন সুভাষবাবু। সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা খবর দেন সবং থানায়। সোমবার পুলিশ এসে তল্লাশি শুরু করে। তখনই মৃতের বড় ছেলে দীপঙ্কর প্রামাণিকের ল্যাটিন চেম্বারের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় সুভাষবাবুর মৃতদেহ।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো দুই ছেলে দীপঙ্কর ও শুভঙ্করের। কয়েকদিন আগেই ছেলেদের সঙ্গে বাবার ঝামেলা এবং মারামারিও হয়েছিল বলে জানিয়েছেন গ্রামবাসীরা। তারপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান সুভাষবাবু।
আপাতত ফেরার সুভাষবাবুর বড় ছেলে দীপঙ্কর প্রামাণিক। ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ।
রাজত্ব শেষ! মারা গেল আলিপুরদুয়ারের রাজা, দেশের বৃদ্ধতম রয়েল বেঙ্গল টাইগার