ঠিক কী বলেছেন রূপা? বিজেপি সূত্রের খবর, এদিনের ভার্চুয়াল বৈঠকে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘এসব ভাটের বৈঠকে ডাকেন কেন?’ বলেই নাকি বৈঠক ছেড়ে বেরিয়ে যান তিনি। কলকাতা পুরভোটের আগে রূপা গঙ্গোপাধ্যায়ের এমন আচরণে ফের সামনে এল বিজেপির অন্দরের বেসামাল অবস্থার ছবি।
সম্প্রতি কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তারপর এটাই ছিল দলের প্রথম বৈঠক। বৈঠকে বাংলা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন, দিলীপ ঘোষ ও দলের অন্যান্য প্রথম সারির নেতারা। তাঁদের সামনেই এমন তীর্যক মন্তব্য করে বসেন রূপা গঙ্গোপাধ্যায়। দলের কোনও কাজ নিয়ে, বৈঠকে যে বিরক্ত হয়েছেন তিনি, তা আর বুঝতে বাকি নেই কারও। বুধবারের বাংলা রাজনীতি এখন রূপা গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে সরগরম।
কেন দলীয় বৈঠকে এমন চটলেন রূপা? তাঁর কাছ থেকে কিছুই জানা যায়নি। তাঁর মোবাইল ফোন বন্ধ আছে। দলের বাকিরাও এ ব্যাপারে মুখে একেবারে কুলুপ এঁটেছেন। পর্যবেক্ষক মহলের মতে, পুরভোটের প্রার্থী বাছাই নিয়ে সন্তুষ্ট নন রূপা। এদিন সেই সূত্রেই উগরে দিয়েছেন ক্ষোভ।