
দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসা এবং মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, অহ্নিমিত্রা পল-সহ বিজেপি নেত্রীরা। শুক্রবার বিকেলে সেখান থেকেই তাঁদের গ্রেফতার করে লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যায় কলকাতা পুলিশ। পরে তাঁরা জামিনে মুক্তি পান।
কোভিড বিধি না মেনে অবৈধ জমায়েত করায় অগ্নিমিত্রা পল, রূপা গঙ্গোপাধ্যায়দের গ্রেফতার করে পুলিশ। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কোভিড রুখতে এখন কোনও রকম রাজনৈতিক জমায়েত করা যাবে না।
আসানসোল দক্ষিণ থেকে নির্বাচিত হওয়া বিধায়ক অগ্নিমিত্রা বলেন, “আমরা ২০ জনের জমায়েতের অনুমতি চেয়েছিলাম। শেষ পর্যন্ত উপস্থিত হয়েছিলেন আট জন। আসলে এই সরকার প্রতিবাদ করতে দেবে না বলেই গ্রেফতার করা হল আমাদের।”
অগ্নিমিত্রা এখন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীও। তিনি বলেন, “একজন মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই রাজ্যে মহিলাদের কোনও নিরাপত্তা নেই। ভোটের ফল ঘোষণার পর থেকে জেলায় জেলায় মহিলাদের উপর পাশবিক আক্রমণ নামিয়ে আনা হচ্ছে শাসকদলের পক্ষ থেকে। অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।”