Latest News

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, রাস্তায় উল্টে গেল গাড়ি, মাথা থেঁতলে মৃত্যু যুবকের

দ্য ওয়াল ব্যুরো: পথ নিরাপত্তা সপ্তাহে সল্টলেটে ভয়াবহ দুর্ঘটনা (Road Accident) ঘটল। সোমবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গাড়ি। তার আগে কয়েকজনকে ধাক্কা দেয় গাড়িটি। পিষে মৃত্যু হয় একজনের। আহত তিন জন। জানা গেছে, নিহতের নাম রাজবীর সিং কোহলি। ভবানীপুরের বাসিন্দা ছিলেন তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। নিহতের পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, একটি প্রাইভেট গাড়ি টেকনোপলিস থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিল। বেপরোয়া গতিতে ছুটছিল গাড়িটি। নিউটাউন বক্স ব্রিজের কাছে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। প্রত্য়ক্ষদর্শীরা বলছেন, গাড়িটি এতটাই তীব্র গতিতে আসছিল যে সেটি বেসামাল হয়ে একটি লেন থেকে অন্য লেনে চলে আসে এবং পুরো উল্টে যায়।

গাড়ির স্টিয়ারিং ছিলেন তানিশ নামের এক যুবক। পিছনের সিটে বসেছিলেন সাবির, অংশ আগরওয়াল, ওম সাহা। পুলিশ জানিয়েছে, সামনের সিটে ছিলেন রাজবীর। রাত পৌনে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। বিধাননগর ট্রাফিক পুলিশ ও ইলেকট্রনিক্স কমপ্লেক্সের পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাজবীরকে বাঁচানো যায়নি। 

মানস কুমার জানা নামে এক প্রত্যক্ষদর্শী বলছেন, আচমকা প্রচণ্ড আওয়াজ হয়। তাঁরা ছুটে এসে দেখেন একটা গাড়ি উল্টে গেছে, ধোঁয়া বের হচ্ছে। স্থানীয়রাই গাড়ির ভেতর থেকে যুবকদের বের করেন। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে ঘটনাস্থলেই রাজবীরের মৃত্যু হয়েছিল।

প্রেম দিবসে মিহি হিমের ছোঁয়া পাবে তিলোত্তমা, বসন্তের কোল ঘেঁষে পাকাপাকি বিদায় নেবে শীত

পুলিশ কমিশনার বিনীত গোয়েল পথ নিরাপত্তা সপ্তাহের অনুষ্ঠানে এসে বলেছিলেন, কলকাতা শহরে পথ দুর্ঘটনা (Road Accident) আগের থেকে অনেকটা কমেছে। সেখানে পর পর দু’‌দিন বেহালা এবং সল্টলেকে পথ দুর্ঘটনায় দু’‌জনের মৃত্যু হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

You might also like