Latest News

তোলাবাজি আইএনটিটিইউসি-র নামে! ঋতব্রত দরকারে ধর্না দেবেন প্রশাসনে

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র মঞ্চ থেকে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শনিবার আইএনটিটিইউসি-র বনগাঁ সাংগঠনিক জেলার শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ঋতব্রত। সেখানেই তিনি বলেন, তাঁদের কাছে অভিযোগ আসছে, কেউ কেউ সংগঠনের নাম করে টাকা তুলছে।

ঋতব্রত একটি হোয়াটসঅ্যাপ নম্বর (৬২৯২২৬২৪৬৩) দিয়ে বলেন, কেউ যদি টাকা চায়, তাহলে এই নম্বরে অভিযোগ জানান। সাত দিনের মধ্যে যোগাযোগ করে নেওয়া হবে।

নির্দিষ্ট করে আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি বলেন, ৯১ ও ৯২ নম্বর বাস রুট নিয়ে বিস্তর অভিযোগ এসেছে। কেউ কেউ সংগঠনের নামে ভয় দেখাচ্ছে, টাকা চাইছে। এ ব্যাপারে দল ও প্রশাসনের শীর্ষ স্তরে জানানো হয়েছে বলেও প্রকাশ্য মঞ্চে জানান তিনি। ঋতব্রত এও বলেন, কেউ যদি হাসপাতালের আয়াদের থেকে টাকা চান আমাদের জানান। দরকারে প্রশাসনের সামনে গিয়ে ধর্না দিয়ে আমরা ব্যবস্থা নিতে অনুরোধ করব।

প্রাক্তন সিপিএম নেতা ঋতব্রতকে দলের ট্রেড ইউনিয়ন ফ্রন্টের দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই জেলায় জেলায় কর্মসূচিতে যাচ্ছেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ। তিনি বনগাঁর কর্মসূচিতে বলেন, আইএনটিটিইউসি-র নামে অনেকের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। তাই কারও কারও গাত্রদাহ হচ্ছে। আইএনটিটিইউসি কোনও ভাবেই কোনও অনৈতিক কাজকে বরদাস্ত করবে না। তিনি এও বলেন, সরকারের ঘরে হিসেব নেই অথচ কোথাও কোথাও আনঅথোরাইজড অটো দেওয়া হচ্ছে। এসবও বন্ধ করার বিষয়ে কড়া নির্দেশ দেন তিনি।

ঋতব্রতর এই বক্তব্যকে কটাক্ষ করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার এক নেতা বলেন, “ও বাচ্চা ছেলে। দু’দিন হল তৃণমূল করছে। ও জানে না, ওই দলে পুরোটাই এই তোলা আর কাটমানিতে চলে। আর কিছু দিন গেলে আশা করি সেট হয়ে যাবে!”

You might also like