Latest News

সপ্তমীতে লাগামছাড়া সংক্রমণ, কলকাতায় আক্রান্ত ছাড়াল ৭৪ হাজার

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে করোনা গ্রাফ বেড়েই চলেছে। উৎসবের মরসুমে চড়চড়িয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পঞ্চমী থেকেই সংক্রমণের কার্ভ বাড়ছিল। গতকাল ষষ্ঠীতে দেখা গিয়েছিল নতুন সংক্রমণ আরও বেড়েছে। আজ শুক্রবার, সপ্তমীর সন্ধেয় স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গেল, রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৪৩ জনে পৌঁছেছে।

বাংলায় এখন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৩ লাখ ৪১ হাজারের বেশি। চিন্তার কারণ হল, করোনা সক্রিয় রোগীর সংখ্যা। রাজ্যে এখন কোভিড অ্যাকটিভ রোগী ৩৬ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৪০৭ জন। সংক্রমণ ছড়ানোর হার বাড়লে অ্যাকটিভ রোগীর সংখ্যাও বাড়বে। রাজ্যে সেটাই হচ্ছেই বলে মনে করা হচ্ছে। দৈনিক সংক্রমণ বাড়ছে। সেই সঙ্গেই সংক্রমণের হার বেশি। কাজেই করোনা সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে। অ্যাকটিভ কেস কমে গেলে সংক্রমণের হারও কমবে বলে আশা করা যায়।

করোনায় মৃত্যু ৬ হাজার টপকেছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছেন, একদিনে ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৬০ জনের।

রাজ্যে এখন করোনায় সুস্থতার হার ৮৭.৪৫ শতাংশ। তবে স্বাস্থ্য দফতরের হিসেব বলছে, আক্রান্তের সংখ্যা সুস্থ হয়ে ওঠাদের থেকে বেশি। একদিনে সংক্রমণ সারিয়েছেন ৩ হাজার ৬৭৬ জন। রাজ্যে এখন কোভিড জয়ীদের সংখ্যা তিন লাখের কাছাকাছি। বুলেটিন অনুযায়ী, ২ লাখ ৯৮ হাজার।

করোনা সংক্রমণের হারে এখনও শীর্ষেই শহর কলকাতা। মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। একদিনে সংক্রামিত ৮৯৬ জন। করোনায় মৃত্যুও বেশি শহরে। প্রায় ২ হাজারের কাছাকাছি। কলকাতার মতোই উত্তর ২৪ পরগনাতেও সংক্রমণের হার বেশি। আজকের হিসেব অনুযায়ী সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে।

হাওড়া ও হুগলিতেও সংক্রমণের কার্ভ কমেনি। হাওড়াতে সংক্রামিতের সংখ্যা ২৩ হাজারের বেশি, হুগলিতে প্রায় ১৭ হাজার। দুই মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের কাছাকাছি। পূর্ব বর্ধমানের থেকে পশ্চিম বর্ধমানে আক্রান্তের সংখ্যা বেশি। পূর্বে ৬ হাজার ৯৮৪, পশ্চিমে ৯ হাজার ৪৮৭।

আজ অবধি বাংলায় ৪২ লাখের বেশি কোভিড টেস্ট হয়েছে। বুলেটিন বলছে, আজ ৪৫ হাজারের কাছাকাছি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যের ৯৩টি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে, যার মধ্যে ৩৮টি সরকারি ও ৫৫টি বেসরকারি হাসপাতাল রয়েছে।

You might also like