
ওকে ফেলে দাও বারান্দা থেকে! প্রেমিকের স্ত্রী-কে খুনের ষড়যন্ত্র, গুরগাঁওয়ে গ্রেফতার তরুণী
দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের স্ত্রীকে আট তলা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ায় মদত দেওয়ার অভিযোগে ধৃত তরুণী। পুলিশ জানিয়েছে, গুরগাঁওয়ের ওই ঘটনায় শেফালি ভাসিন তিওয়ারি নামের ৩৫ বছরের তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মাসের ২৭ তারিখে, কড়বা চৌথের রাতে আট তলার বারান্দা থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন ৩২ বছরের দীপিকা চৌহান। পরের দিন তাঁর স্বামী বিক্রম সিংহ চৌহানকে গ্রেফতার করা হয়েছিল ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে। অভিযোগ উঠেছিল, বিক্রমের সঙ্গে শেফালির বিবাহ-বহির্ভূত সম্পর্ক দীপিকা জেনে গিয়েছিলেন বলেই খুন হতে হয় তাঁকে।
পুলিশ জানিয়েছে, বিক্রমকে জেরা করে এবং তাঁর সঙ্গে শেফালির হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ার পরে পরিষ্কার হয়েছে, দীপিকাকে খুনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন একই অ্যাপার্টমেন্টের বাসিন্দা শেফালিও। দুর্ঘটনা ঘটার ঘণ্টা দুয়েক আগেই তিনি বিক্রমকে মেসেজ করে বলেছিলেন, “দীপিকা এরকম পাগলের মতো চেঁচামেচি করছে কেন!”। বিক্রম দীপিকার সঙ্গে ঘরেই ছিলেন তখন। শেফালি আরও বলেন, “ওকে ফেলে দাও বারান্দা থেকে।” বিক্রম উত্তর দেন, “সেটাই করতে ইচ্ছে করছে… সত্যি যদি পারতাম!?” শেফালির উত্তর, “তো করে দাও!”
শুধু এই দিনের চ্যাটই নয়। ২০১৭ সালের নভেম্বর মাসে যে দিন থেকে শেফালি ও বিক্রমের মেলামেশা শুরু হয়েছে, সে দিন থেকেই চ্যটে অনেক বার দীপিকাকে খুনের প্রসঙ্গে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। শেফালি বারবার বিক্রমকে চাপ দিয়েছেন, হয় দীপিকাকে ডিভোর্স দিতে নয়তো খুন করতে। শুধু তাই নয়, এর আগে নৈনিতালে দু’সন্তানের মা দীপিকাকে খুনের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বিক্রম– এমন ইঙ্গিতও রয়েছে চ্যাটে।
পুলিশ জানিয়েছে, গত মাসের ২৬ তারিখে নৈনিতাল থেকে ফিরে শেফালিকে মেসেজ করে বিক্রম জানান, তিনি দীপিকাকে খাদে ফেলে দিতে গিয়েছিলেন। কিন্তু দীপিকা নীচে তাকালেই ভয় পাচ্ছিল, তাই এক বারও খাদের ধারে যাননি। এ কথা শুনে তাঁকে ‘লুজ়ার’ বলেন শেফালি। অসন্তুষ্ট হন খুবই।
এখন ছ’মাসের অন্তঃসত্ত্বা শেফালি। তাঁর বিরুদ্ধে যড়যন্ত্রের মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।