Latest News

পারিবারিক অশান্তি, পুরুলিয়ায় বিষ খেয়ে আত্মঘাতী ২

দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক অশান্তির জেরে বিষ খেলেন একই পরিবারের ৩ জন। পুরুলিয়ার (Purulia)গোলকুণ্ডা গ্রামের ঘটনা। গণেশ পাল, তাঁর মা প্রতিমা পাল এবং স্ত্রী কণিকা, তিনজনই বিষ খেয়েছেন বলে জানা গেছে।

জানাজানি হওয়ার পর তিনজনকে পুরুলিয়ার (Purulia)দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন সেখানে প্রতিমা ও পুত্রবধূ কণিকার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে খবর।

পরিবারের লোকজন জানিয়েছেন, প্রায় সাত-আট মাস আগে থেকেই তাঁদের বাড়িতে ঝামেলা চলছিল। বৃদ্ধ বাবাকে ঘর থেকে বার করে দেন পরিবারের ওই তিন সদস্য। তিনি বাড়িতে ফিরতে চাইলে ঝামেলা বাধে পরিবারের মধ্যে। বিবাদ চরমে উঠলে গনেশ পাল, প্রতিমা পাল,কণিকা পাল বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মৃত্যু হয় দু’জনের। গণেশের অবস্থা আশঙ্কাজনক।

দলিত যুবককে জুতোপেটা করায় গ্রেফতার গ্রাম প্রধান! অমানবিক ঘটনা উত্তরপ্রদেশে

You might also like