Latest News

‘আগরওয়াল বৈশ্য’ হলেই রেলের ক্যান্টিনে চাকরি, অবাক বিজ্ঞাপন বেসরকারি সংস্থার

দ্য ওয়াল ব্যুরো: আর কটা দিন গেলেই ২০২০ সাল। ২০১৯-এর নভেম্বরে প্রকাশিত হয়েছে এক অবাক চাকরির বিজ্ঞাপন। রেলের ক্যান্টিনে চাকরি পেতে গলে হতে হবে ‘আগরওয়াল বৈশ্য’। হতে হবে ভালো পরিবারের সদস্য। আর তবেই কাজ পাবেন পুরুষরা। মহিলা নয়, ১০০ পুরষ কর্মী চেয়ে এমনই এক বিজ্ঞাপন দিয়েছে রেলের সঙ্গে কাজ করা এক ঠিকাদার সংস্থা।

দিল্লির সংস্থা ব্রান্দভন ফুড প্রোডাক্টসের পক্ষে এমনই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আর কে মিলস নামে পরিচিত এই সংস্থার হেডকোয়ার্টার দিল্লির ওখলায়। সংস্থার বিজ্ঞাপন একটি জাতীয় স্তরের ইংরেজি দৈনিকে প্রকাশিত হয়েছে ৬ নভেম্বর। সেখানে ১০০ পুরুষ কর্মী নিয়োগের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে। রেলওয়ে ফুড প্লাজা, ট্রেন ক্যাটারিং, কিচেন এবং স্টোরে ম্যানেজার পর্যায়ের কর্মী নিয়োগ হবে। আর তার জন্য দু’টি শর্ত দেওয়া হয়েছে। হতে হবে ‘আগরওয়াল বৈশ্য’ এবং ভালো পরিবারের সদস্য। এই ভালো পরিবার বলতে ঠিক কী বোঝানো হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়।

এমন জাত-পাত উল্লেখ করা বিজ্ঞাপন নিয়ে সন্তুষ্ট নয় রেলও। এই বিজ্ঞাপন চোখে পড়ার পরে ওই সংস্থার থেকে জবাব চেয়েছে রেল। এর পরে ওই সংস্থার কর্মী নিয়োগের দায়িত্বে থাকা এইচআর ম্যানেজারকে চাকরি থেকেই সরিয়ে দেওয়া হয়েছে বলে রেলের দাবি। লিখিত ভাবে ক্ষমাও চেয়েছে ওই সংস্থা।

You might also like