
কোভিড ভ্যাকসিন নিরাপদ নয়, ট্যুইট প্রশান্তের, ‘বিভ্রান্তিকর’, বলল ট্যুইটার
A lot of people including friends & family have accused me of promoting Vaccine hesitancy, let me clarify my position.
I am not anti Vaccine per se. But I believe it is irresponsible to promote universal vaccination of experimental&untested vaccines esp to young & Covid recovered https://t.co/SVHwgyZcvU— Prashant Bhushan (@pbhushan1) June 28, 2021
সেইসঙ্গে ট্যুইটে দাবি করেছেন, দেশের স্বাস্থ্যবান যুবকদের কোভিডে মারাত্মক ক্ষতি হওয়ার বা মারা যাওয়ার সম্ভাবনা কার্যত নেই-ই। কিন্তু ভ্যাকসিনের জন্য তাঁদের মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। ভ্যাকসিন যতটা না দেয়, তার চেয়ে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা লোকজনের মধ্যে স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি। ভ্যাকসিন এমনকী তাদের শরীরের স্বাভাবিক রোগ ঠেকানোর শক্তি নষ্ট করে দিতে পারে।
So Twitter flagged the tweet below where I have explained my reasons for being a Vaccine skeptic (with references) as ‘misleading’ & blocked my account for 12 hours. This shows what I have said about the Congruence of interests of Big Pharma&IT platforms to allow just 1 narrative https://t.co/lK8zjCuvjm
— Prashant Bhushan (@pbhushan1) June 29, 2021
বড় সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রশান্তের ট্যুইটের তীব্র সমালোচনা হয়েছে। তবে তা সত্ত্বেও তিনি নিজের অবস্থানে অটল। ফের তাঁর ‘ভ্যাকসিন সংশয়’ নিয়ে দুপৃষ্ঠার দীর্ঘ ব্যাখ্যা করেছেন তিনি। তাতে প্রশান্ত লিখেছেন, কোভিড ভ্য়াকসিনের ব্যাপারে নিজের মতামত জানানোয় অনেকেই আমাকে আক্রমণ করেছেন। নীচের লেখায় ভ্যাকসিন ঘিরে আমার সন্দেহ ও তার কারণ ব্যাখ্যা করেছি। ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না, তার মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়াও হচ্ছে। কিন্তু এধরনের পাল্টা মতামতকে সেন্সর করার প্রয়াস দেখে হতবাক আমি।
তিনি বিজ্ঞান বা ভ্যাকসিন বিরোধী নন, তবে এমন একাধিক নজির সম্পর্কে সচেতন যেখানে নানা ব্যাপারেই বৈজ্ঞানিক মতামতের পিছনে বাণিজ্যিক, রাজনৈতিক বা মিডিয়ার স্বার্থ থাকে, বলেন প্রশান্ত। আরও বলেন, অনেক বিজ্ঞানীও উল্লেখ করেছেন যে, ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া ও ওষুধ, ভ্যাকসিন প্রয়োগে ক্ষতি হওয়ার খবর তেমন সামনে আসে না।
তবে প্রশান্তের বক্তব্যের নিন্দা করে অনেকেই দাবি করেন, তা বিভ্রান্তিকর বলা হোক।
ট্যুইটারের কোভিড ১৯ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য বিষয়ক পলিসিতে বলা হয়েছে, ভুল বা বিভ্রান্তিকর তথ্য যা বলার মতো ক্ষতি করতে পারে, তা ট্যুইটারে শেয়ার করা যাবে না। কোভিড ১৯ ভাইরাসের চরিত্র সম্পর্কে মানুষকে ভুল পথে চালিত করে, প্রতিরোধমূলক ব্যবস্থার কার্যকারিতা, সুরক্ষা নিয়ে মানুষকে ভুল বোঝায়, এমন কিছু সেখানে দেওয়া চলবে না।