
দ্য ওয়াল ব্যুরো: আলুর খেতে গিয়ে অবাক হচ্ছেন চাষিরা। সকালে গিয়ে দেখছেন একের পর এক আলু খেত নষ্ট। কে বা কারা রাতে আলু খেত নষ্ট করছে তা এখনও অজানা। তবে রাতের অন্ধকারে দল বেঁধে বন্য শুয়োরের দল আলু খেতে হানা দিচ্ছে বলেই অনুমান চাষিদের। একের পর এক আলু খেতে বন্য প্রাণীর হানার অভিযোগ সিউড়ির মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের গজালপুর গ্রামে। সেখানকার চাষিরা জানাচ্ছেন, রাতে পাহারা দেওয়া শুরু করেছেন তারা। তবে কোনও পশুর দেখাও পাননি।
দেখুন, এ বিষয়ে কী বলছেন কৃষকরা।