
সেখানে রাজ্যের হয়ে সওয়াল করেন কপিল সিব্বল। রাজ্যের অনুমতি ছাড়া আদালতের সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে আদালতে প্রশ্ন তোলেন সিব্বল। তা ছাড়া প্রশ্ন তোলা হয় জাতীয় মানবাধিকার কমিশন গঠিত কমিটির রিপোর্ট নিয়েও।
এর আগেও রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের তরফে একাধিকাবার বলা হয়েছিল, ওই রিপোর্টে পক্ষপাত রয়েছে। এদিন আদালতে সেই কথাই তুলে ধরেন সিব্বল।
ইতিমধ্যেই সিবিআই ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরু করেছে। গুচ্ছ গুচ্ছ এফআইআর দায়ের করার পাশাপাশি গ্রেফতারিও শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। সিবিআই তা করছে হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নবান্ন। আগামী ৭ অক্টোবর ফের এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।