Latest News

গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন পুলিশ কর্মী, চুঁচুঁড়া পুলিশ ব্যারাকের কাছে ভয়ঙ্কর ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: চুঁচুঁড়া (Chinsurah) রেজিস্ট্রি অফিসের উল্টোদিকে একটি দোকানের বাঁশের চালা থেকে ঝুলছেন পুলিশ কর্মী। গলায় এঁটে বসে আছে দঁড়ির ফাঁস। রবিবার সন্ধেয় এমন দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মানসিক অবসাদ থেকেই ওই পুলিশ কর্মী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

মৃতের নাম রবি পাত্র (৫৮)। বাড়ি বর্ধমানের ভাতারে। চন্দননগরে পুলিশের কনস্টেবল পদে চাকরি করেতেন। হুগলি জেলা আদালতে দীর্ঘদিন ধরে পোস্টিং ছিলেন। সম্প্রতি তাঁকে এখানে বদলি করা হয়। জেলা রেজিস্ট্রি অফিসের পাশেই পুলিশ ব্যারাকে থাকতেন তিনি। আজ সন্ধেয় তাঁকে রেজিস্ট্রি অফিসের উল্টোদিকে একটি দোকানের বাঁশের চালা থেকে ঝুলতে দেখা যায়। গলায় দঁড়ির ফাঁস লাগানো ছিল। ওই পুলিশকর্মী আত্মহত্যা করেছেন বলেই দাবি তাঁর সহকর্মীদের।

চুঁচুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেছেন, “চুঁচুড়ায় দীর্ঘদিন ধরে একটি পুলিশ ব্যারাক থাকছিলেন তিনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা। তাঁর মানসিক অবসাদ ছিল বলে জানা গেছে। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে।”

You might also like