
দ্য ওয়াল ব্যুরোঃ বিঘার পর বিঘা জুড়ে অবাধে চলছে গাঁজা চাষ। অবৈধভাবে গজিয়ে ওঠা এই গাঁজার গাছ নষ্ট করতেও রেয়াত করল না পুলিশ। দা’য়ের কোপে কেটে দিল একের পর এক গাছ।
ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ এলাকার খট্টিমারি গ্রামে। সেখানে দীর্ঘদিন ধরেই নাকি অবাধে চলছিল নিষিদ্ধ গাঁজার চাষ। সেই গাঁজাই পাচার করা হত প্রশাসনের নজর এড়িয়ে।
গোপনসূত্রে খবর পেয়ে এই গাঁজার খেতে এদিন হানা দেয় সাহেবগঞ্জ থানার পুলিশ বাহিনী। সঙ্গে ছিল আবগারি দফতরও। এই অভিযানে উপস্থিত ছিলেন দিনহাটা ২ নম্বর ব্লকের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস। পুলিশি উদ্যোগে গাছ গুলি কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। গাঁজা পাচারকারীদের দৌরাত্ম্য ঠেকাতেই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ। তারা জানিয়েছে এদিন প্রায় লাখ খানেক টাকার গাঁজা গাছ নষ্ট করে দেওয়া হয়েছে।