Latest News

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, টাকা-গয়না লুঠ, অভিযুক্ত যুবককে মুম্বই থেকে ধরে আনল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করে গেছে যুবক। তরুণীর দাবি, তাঁকে ধর্ষণ করা হয়েছে। বিয়ে করতেও রাজি হয়নি প্রেমিক। উল্টে নগদ টাকা, গয়না নিয়ে চম্পট দিয়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে অভিযুক্ত যুবক মুম্বইতে গিয়ে আস্তানা গেড়েছে। সেখান থেকে তাকে পাকড়াও করে পুলিশ (Jalpaiguri)।

ঘটনা জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জ এলাকার। রাজগঞ্জ থানার পুলিশ মুম্বই থেকে গ্রেফতার করে এনেছে অভিযুক্ত যুবককে। ধৃতের নাম স্বামী যাদব। আদতে মহারাষ্ট্রের বাসিন্দা। কিন্তু এ রাজ্যেই বিভিন্ন সময় ঘাঁটি গেড়ে নানা কুকর্ম করে গেছে বলে দাবি পুলিশের।

অভিযোগকারিনীর দাবি, মিসড কল দিত স্বামী যাদব। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিয়ের প্রস্তাব দেওয়া হয়। এমনকি বাগদান পর্বও হয়েছিল বলে দাবি। কিন্তু বিয়ে করতে বললে সেই যুবক রাজি হয়নি। তরুণীর দাবি, দিনের পর দিন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে সেই যুবক। কিন্তু বিয়ের কথা বললেই বেঁকে বসেছে। এরপর নগদ ২ লক্ষ টাকা, গয়না নিয়ে চম্পট দিয়েছে।

দশ বাচ্চার মা হতে পারলেই লাখ লাখ টাকা দেবে সরকার! কোন দেশে চালু হচ্ছে এই নিয়ম

সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজগঞ্জের এক যুবতী রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানায়,মুম্বাইয়ের এক যুবকের সাথে তার টেলিফোনে প্রেম ভালবাসা হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেই যুবক তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এরপর নগদ দুই লক্ষ টাকা এবং সোনার গয়না হাতিয়ে নেয়। তরুণীর অভিযোগ পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ খোঁজ করে দেখে সেই যুবক মুম্বইয়ে গা ঢাকা দিয়ে রয়েছে। সেখান থেকে তাকে গ্রেফতার করে আনে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে তুলে সাত দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে।

You might also like