Latest News

হয় শুয়োর নয় ভোট! শুয়োরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভোট বয়কটের ডাক পুরুলিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: এলাকায় অবাধ বিচরণ শুয়োরের। বরাহ সমস্যায় অতিষ্ঠ এলাকাবাসী। তাই সেই শুয়োর এলাকা থেকে সরানোর দাবি জানিয়ে পোস্টার সেঁটে পুরভোট বয়কটের ডাক দিল পুরুলিয়া শহরের দু’নম্বর ওয়ার্ডের মুন্সেফ ডাঙার বাসিন্দারা। সেই পোস্টারে লেখা, স্থানীয়রা এলাকায় শুয়োরের অত্যাচারে অতিষ্ঠ। তাই শুয়োর হঠানোর দাবিতে ভোট বয়কট।

অভিযোগ, পুরুলিয়া পুরসভার দু’নম্বর ওয়ার্ডের বস্তি এলাকায় প্রচুর শুয়োর খামার রয়েছে। সেই খামারের মালিকরা শুয়োরগুলিকে খামারে না রেখে লোকালয়ে ছেড়ে দেয় বলে অভিযোগ।

এর আগে বহুবার পুরসভা ও জেলাশাসককে লিখিত অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। তাই শেষ অবধি ভোট বয়কটের রাস্তায় হেঁটেছেন এলাকাবাসীরা।

নিজেদের দাবি আদায়ের জন্য এলাকাবাসীর এই অভিনব ভোট বয়কটের হুঁশিয়ারি নজর কেড়েছে সকলের। তবে সেই দাবি কতটা পূরণ হয় এবং এই ভোট বয়কট আগামী দিনে কতটা প্রভাব ফেলে, তা সময়ই বলবে।

You might also like