
করোনা সংক্রমণ রোধে গতকালই রাজ্য জুড়ে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার । পর্যটন কেন্দ্রগুলিও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কে শোনে কার কথা!
বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র মেজিয়ার তারাপুর ঝিল লাগোয়া এলাকায় রীতিমত সাউন্ড বক্স বাজিয়ে জমিয়ে চলছিল পিকনিক। রান্নাবান্নাও প্রায় হয়ে গিয়েছিল। কিন্তু খবর পেতেই মেজিয়ার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হঠিয়ে দিল পিকনিকে আসা মানুষজনকে। রাঁধা খাবার ফেলেই পালাতে হল সবাইকে।
পিকনিক করতে আসা শিল্পা চ্যাটার্জী বলেন, “আমরা দুর্গাপুর থেকে এসেছি। জানতাম না বারণ বলে। বিকেল ৫টার পরে বন্ধ হওয়ার কথা ছিল। এখনই বন্ধ জানলে কি আর আসতাম? সবাই আশা করে এসেছে, বাচ্চাকাচ্চা আছে সঙ্গে। আমাদের রান্নাও হয়ে গেছে। এখন বলছে করা যাবে না পিকনিক।”
রাজ্যে হু হু করে বাড়ছে কোভিড। ইতিমধ্য়েই জারি হয়েছে একগুচ্ছ বিধিনিষেধ। বিভিন্ন পর্যটন এলাকা থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে ট্যুরিস্টদের। এভাবেই জনশূন্য করা হয়েছে দিঘা। সুন্দরবনেও পর্যটকদের যেতে বারণ করা হচ্ছে, চলছে মাইকিং। আলিপুরদুয়ার এলাকা থেকেও খবর এসেছে, পর্যটন বন্ধ করার।
এরই মধ্যে বাঁকুড়ায় মনের আনন্দে পিকনিকে গেছিলেন একদল লোকজন। কিন্তু আনন্দ স্থায়ী হল না পুলিশের তাড়ায়।