Latest News

ভাটপাড়ায় বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন তৃণমূল নেতা, হঠাৎ ধেয়ে এল গুলি! তারপর?

দ্য ওয়াল ব্যুরো: ভাটপাড়ায় সাতসকালে তোলপাড়। প্রকাশ্য দিবালোকে তৃণমূলের এক নেতাকে লক্ষ্য করে গুলি চলল অর্জুন সিংয়ের গড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।

জানা গেছে বুধবার সকালে বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন অসীম রায় ওরফে বুলু। তিনি ভাটপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল আহ্বায়ক। ওই ওয়ার্ডেরই কারবালা এলাকায় তাঁর বাড়ি। অল্পের জন্য তাঁর গায়ে গুলি লাগেনি। তবে গুলি না লাগায় তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা।

সূত্রের খবর, এদিন সাইকেলে চড়ে তিন দুষ্কৃতী এসেছিল অসীম রায়ের উপর হামলা চালাতে। তাঁদের ছোড়া গুলি অসীমবাবুর গায়ে লাগেনি। তারপর ওই দুষ্কৃতীরা তাঁর মাথায় বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে।

এই ঘটনাকে কেন্দ্র করে সকাল সকাল ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়ায়। ভাটপাড়া থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

You might also like