
কে বলবে এখন দুঃসময়? উচ্ছ্বাসে জলে ভেসে পড়েছেন পুণ্যার্থীরা।মকর সংক্রান্তির দিনেই কনকনে ঠান্ডা জলে ডুব দিয়ে পুণ্য সঞ্চয় করতে হবে যে। তাই ভিড় উপচে পড়ছে গঙ্গাসাগর ৫ আর ৪ নম্বর গেটে। সেই দুটো গেটই যে সর্ব সাধারনের জন্য। বাকি দুটো গেট ভি আইপিদের।
সকাল সকাল গঙ্গাসাগরে এত মানুষের জমায়েত চিন্তার ভাঁজ ফেলতে পারে, তবে এই তো স্বাভাবিক। করোনা আবহে মেলা যখন হচ্ছেই, এই আনন্দ দৃশ্য তো কাঙ্ক্ষিতই ছিল।
দেখুন ভিডিও।
রয়েছেন ভিন রাজ্যের পুণ্যার্থীরাও। জলে নেমে তর্পণ করে মনস্কামনা পূরণের প্রার্থনা করছেন তাঁরা। সেই সঙ্গে আশেপাশে ঢেউ তুলছেন সাধুরাও।
অন্যদিকে এদিন হাইকোর্টের দুই প্রতিনিধি সমুদ্র তট, মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন। মন্ত্রী শশী পাঁজাও প্রত্যক্ষ করেন পুণ্যার্থীর ঢল। জেলাশাসক উলগানাথনও ঘুরে ঘুরে পরিস্থিতির তদারক করেন। বলা বাহুল্য, দূরত্ব বিধি বজায় রাখার জন্য সেখানে কাউকে কিছু বলার কথা মনেও আসতে পারে না।
তবু মানুষের খেয়াল রাখা আবশ্যক। মাঝেমধ্যে দেখা যাচ্ছে পুণ্যার্থীদের উদ্দেশ্যে স্যানিটাইজার ছিটিয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ আবার খুব সতর্ক, মাস্কটা অন্তত থুতনির নীচে রেখেছেন। পুণ্যস্নানের পুণ্য তিথি এভাবেই জমজমাট।