
গতকাল সন্ধ্যে ৭টা নাগাদ ই-রিক্সাতে করে ঝংকার মোড় দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে পাকড়াও করে। তল্লাশি চালাতেই তার কাছ থেকে একটি মিষ্টির বাক্সে দুই হাজার ও পাঁচশো টাকার নোটে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়। নির্বাচনের আগে এত বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে। সেক্ষেত্রে যথাযথ নথি সঙ্গে রাখতে হয়। জানা গিয়েছে, আয়কর দফতরের কর্তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।