Latest News

হাড়হিম ঠাণ্ডায় ভালোবাসার উষ্ণতা, ভ্যালেন্টাইনস ডে’র আবেগে ভেসেছে ওবামা পরিবার

দ্য ওয়াল ব্যুরো: দুই মেয়ে মালিয়া আর সাসাকে নিয়ে বরফে হুটোপুটি খাচ্ছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভালোবাসার দিনে পরিবারকে নিয়েই আনন্দে মেতেছেন বারাক-মিশেল। ভ্যালেন্টাইনস ডে-তে ওবামা পরিবারের এই ছবি মন জিতেছে নেট দুনিয়ার। ছবি পোস্ট করে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ ফার্স্ট লেডি মিশেল ওবামা লিখেছেন, “আমার ভালবাসার মানুষগুলোকে ভ্যালেন্টাইনস ডে-র অনেক শুভেচ্ছা। শীতল দিনেও মনকে ভালবাসার উষ্ণতায় ভরিয়ে রাখে আমার পরিবার।”

নিজের আত্মজীবনী ‘বিকামিং’-এ বারাকের সঙ্গে তাঁর সম্পর্ক শুরুর দিনগুলির কথা লিখেছিলেন মিশেল। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুন্দর মুহূর্তের ছবি প্রায়ই নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে থাকেন প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি। বারাকের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণের কথাও জানিয়েছেন নিজের মুখেই।

১৯৮৯ সালে শিকাগোর সিডলি অ্যান্ড অস্টিন ল ফার্মে মিশেলের সহকারী হিসেবে কাজে যোগ দিয়েছিলেন  বারাক হুসেন ওবামা সাক্ষাতের প্রথম দিনেই নিজের জুনিয়রকে বেশ মনে ধরেছিল মিশেল রবিনসনের।  তবে প্রথমবার বারাকের ডেটে যাওয়ার প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে সম্পর্কের সমীকরণ বদলায় এর পরেই। তিন বছর পরে ১৯৯২ সালের ৩ অক্টোবর সেই জুনিয়রকেই বিয়ে করেন মিশেল রবিনসন। নামের সঙ্গে জুড়ে যায় ওবামা পদবী।

হোয়াইট হাউসে দেশের অন্যতম জনপ্রিয় ফার্স্ট লেডিকে কী ধরনের বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল, সেই কথাও অনেকবারই সামনে এনেছেন মিশেল ওবামা। চেহারা ও গায়ের রং নিয়ে বহুবার তাঁকে অপমানসূচক কথা শুনতে হয়েছে। রাজনীতিবিদ, কূটনীতিক এমনকী সাংবাদিকদের কাছ থেকে আসা সেই সব মন্তব্য তাঁকে ক্ষত-বিক্ষত করলেও একবারের জন্য থেমে যাননি তিনি। মিশেল জানিয়েছিলেন, যে কোনও কঠিন পরিস্থিতিতেই তাঁর পাশে ঢাল হয়ে ছিল পরিবার। ভালবাসার ওই মানুষগুলোই তাঁর এগিয়ে চলার অন্যতম ভরসা।

You might also like