Latest News

North Dinajpur: স্ত্রীর সঙ্গে ঝামেলা, সন্তানকে নদীতে ফেলে মারল বাবা

দ্য ওয়াস ব্যুরো: বাবা-মায়ের বিবাদের মাঝে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশুকন্যার। অভিযোগ স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া চলার সময় উত্তেজিত হয়ে নিজের শিশুকন্যাকে নদীতে ফেলে দেয় বাবা। উত্তর দিনাজপুরের (North Dinajpur) ডালখোলার সোনারামপুর গ্রামে এই ঘটনায় শোকের ছায়া নেমেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, আড়াই বছরের শিশুকন্যাটির নাম শবনম। রবিবার রাতে রোজা ভাঙার সময় তার মায়ের সঙ্গে তুমুল ঝগড়া বাধে পেশায় দিন মজুর শবনমের বাবা ফেকারুলের। তার রেশ চলে বেশি রাত পর্যন্ত। এরপর গভীর রাতে ফেকারুল তার ঘুমন্ত সন্তানকে বিছানা তুলে নিয়ে গিয়ে বাড়ির পাশে সুধানী নদীতে ফেলে দেয় বলে অভিযোগ।

ঘটনার পর সম্বিত ফিরতেই নদী থেকে শিশুকন্যাকে তুলে আনে বাবা ফেকারুলই। কিন্তু ততক্ষণে সব শেষ। নদীতে তেমন স্রোত নেই। সেই স্রোতহীন নদীতে ডুবে মৃত্যু হয় আড়াই বছরের শবনমের। খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সোমবার সকালে শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের না হলেও শিশুকন্যা খুনে অভিযুক্ত বাবা ফেকরুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ডালখোলা থানার পুলিশ।

লুকিয়ে স্বামীর মোবাইল দেখতেন স্ত্রী, কলকাতার দম্পতির ডিভোর্সে সিলমোহর আদালতের

You might also like