Latest News

রায়গঞ্জে কোভিডে মৃত্যু ১৪ বছরের কিশোরের, আতঙ্ক উত্তর দিনাজপুরে

দ্য ওয়াল ব্যুরো : কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৪ বছরের এক কিশোরের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভা এলাকার বাসিন্দা ওই কিশোর রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের কোভিড সিসিইউ-তে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থাতে সোমবার দুপুরে মৃত্যু হয় তার। হাসপাতালে এই প্রথম কোভিডে কারও মৃত্যু বলে জানা গিয়েছে। এদিকে কোভিডে আক্রান্ত হয়ে নাবালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে গোটা জেলায়।

হাসপাতাল সূত্রে খবর, কালিয়াগঞ্জ পুর এলাকার বাসিন্দা ওই কিশোরের খিঁচুনির অসুখ ছিল। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছিল তার। সেখান থেকে গত ২ জানুয়ারি তাকে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। দিন তিনেক পর কোভিড টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। তার পর থেকেই সে কোভিড সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিল। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ মৃত্যু হয়েছে কিশোরের। এই খবরে নাবালকের পরিবারে শোকের আবহ ছড়িয়েছে। অন্যদিকে কোভিডে আক্রান্ত হয়ে নাবালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত জেলাবাসী।

রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যক্ষ ডা. প্রিয়ঙ্কর রায় বলেছেন, গত ২ জানুয়ারি কালিয়াগঞ্জ হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় ১৪ বছরের কিশোরকে। তার আগে থেকেই খিঁচুনির অসুখ ছিল। মেন মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে রেফার করা হয় জেনারেল সিসিইউতে। কোভিড টেস্টে পজিটিভ আসে। ৫ তারিখে জেনারেল সিসিইউ থেকে তাকে কোভিড সিসিইউ-তে পাঠানো হয়। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ মৃত্যু হয়েছে তার। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে এই প্রথম কোভিডে কারও মৃত্যু বলে জানা গিয়েছে।

You might also like