Latest News

আরও পাঁচ রাজ্য থেকে বিমানে বাংলায় এলেই কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক

দ্য ওয়াল ব্যুরো: চার রাজ্য থেকে বিমানে বাংলায় এলে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক ছিলই। এবার সেই তালিকায় যুক্ত হল আরও পাঁচ রাজ্যের নাম।

শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত এবং ছত্তীসগড় থেকে বিমানে কলকাতায় এলে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক সঙ্গে থাকা বাধ্যতামূলক। বিমান ওড়ার ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে যাত্রীর কাছে। ২৬ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে বিমানযাত্রীদের জন্য।

এর আগে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ ছিল। সঙ্গে যুক্ত হল আরও পাঁচ রাজ্য। নতুন যে রাজ্যগুলো এই তালিকায় যুক্ত হল সেখানে কোভিডের দ্বিতীয় ঢেউ সাংঘাতিক আকার নিয়েছে। দিল্লি, গুজরাতে ভয়াবহ পরিস্থিতি।

You might also like