Latest News

নজরবন্দি অনুব্রত, উত্তাপ ছড়াল বীরভূমে, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, বোমাবাজি

দ্য ওয়াল ব্যুরো: শেষ দফার নির্বাচনে অতি স্পর্শকাতর জেলা বীরভূম। ভোটের আবহে দফায় দফায় অশান্তির খবর এসেছে এই জেলা থেকেই। নজরবন্দি করে রাখা হয়েছে জেলার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। কিন্তু অশান্তি থামানো যায়নি। ভোটের আগের রাত থেকেই জেলার একাধিক এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে। নানুরে রাতভর বোমা পড়েছে। বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর করা হয়েছে। বুথ ক্যাম্পে হামলা হয়েছে। সব ঘটনাতেই অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। আতঙ্ক ছড়িয়েছে একের পর এক গ্রামে।

বুধবার রাত থেকেই উত্তপ্ত নানুরের বেলুটি গ্রাম। অভিযোগ, বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি ঢুকে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এক বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। স্থানীয় গেরুয়া শিবিরের বক্তব্য, গ্রামবাসীদের ভয় দেখিয়ে আটকে রাখা হয়েছে। কেউ যাতে ভোট দিতে সাহস না পায় সে জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে।

একই ঘটনা ঘটেছে লাভপুর বিধানসভা কেন্দ্রের হাতিয়া হাজরা পাড়া এলাকায়। বিজেপির অভিযোগ, ভোটারদের ভয় দেখাচ্ছে দুষ্কৃতীরা। বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় পুলিশও জড়িত আছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের। যদিও ঘটনায় শাসক দলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

নানুরের বেজরা গ্রামেও রাতভর বোমাবাজি হয়েছে। রাস্তা থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। গ্রামবাসীর দাবি, এলাকায় সন্ত্রাস চালাচ্ছে দুষ্কৃতীরা। বীরভূমের দুবরাজপুর বিধানসভার নোয়াপাড়া ৫৯ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, ময়ূরেশ্বরে বিজেপির পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

পাল্টা অভিযোগ করেছে শাসক দলও। ১২২ নম্বর বুথের তৃণমূলের পোলিং এজেন্ট দেবদাস সরকারের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দাবি, তাদের পোলিং এজেন্টের বাড়ির সামনে বোমাবাজি হয়েছে। বাড়িতে ঢুকে সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বুথেও ভাঙচুরের চেষ্টা হয়েছে। অভিযোগ অস্বীকার করে বিজেপির তরফে জানানো হয়েছে, গ্রামে গ্রামে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। তারাই ভোটারদের ভয় পাওয়ার জন্য এই ঘটনা ঘটাচ্ছে।

You might also like