
বিজেপির বাউন্সার আসতে পারে, হেলমেট পরে ময়দানে সিদ্দিকুল্লা
এদিন সকাল থেকেই দেখা যায় জমিয়েত উলেমা হিন্দের নেতা সিদ্দিকুল্লা মন্তেশ্বরের বুথে বুথে ঘুরছেন হেলমেট পরে। একেবারে ক্রিকেটের হেলমেট যেমন হয়, তেমনই।
কেন হেলমেট?
সিদ্দিকুল্লা জানালেন, বিজেপি ইট-পাটকেল মেরে ঘায়েল করতে পারে। তাই আগে থেকেই তিনি সতর্ক রয়েছেন। সারাদিন এভাবেই বুথে বুথে ঘুরবেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি ভয় পাচ্ছেন? জবাবে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, “এটাকে ভয় বলে না। আমি সাবধনতা বজায় রাখতেই হেলমেট পড়েছি।”
তবে সিদ্দিকুল্লা এদিন অভিযোগ করেছেন, মন্তেশ্বরের অনেক জায়গায় তৃণমূলের এজেন্টদের উপর আক্রমণ করছে বিজেপি। তাঁর এও অভিযোগ, বহু বুথে সিপিএম এবং বিজেপি এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
সিদ্দিকুল্লা ছিলেন মঙ্গলকোটের বিধায়ক। কিন্তু এবার তাঁর কেন্দ্র বদল করেছেন দিদি। যদিও অনেকে বলেন, অনুব্রত মণ্ডলের চাপেই সিদ্দিকুল্লাকে মঙ্গলকোট থেকে সরাতে বাধ্য হয়েছেন মমতা। কারণ বীরভূমের তৃণমূল সভাপতি পূর্ব বর্ধমানের তিন বিধানসভার দায়িত্বে—কেতুগ্রাম, আউশগ্রাম এবং মঙ্গলকোট। অনুব্রতর সঙ্গে সিদ্দিকুল্লার কোন্দল সর্বজনবিদিত। তবে নতুন কেন্দ্র যেন সিদ্দিকুল্লার কাছে অজানা পিচের মতোই। কখন বাউন্সার আছড়ে পড়ে! তাই হেলমেট পরে মাথা বাঁচাচ্ছেন এই নেতা।