Latest News

কাঁচরাপাড়ায় অশান্তি, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল তৃণমূল নেতার

দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠ দফার ভোট শুরু হতেই তুমুল অশান্তির খবর মিলল উত্তর ২৪ পরগনার বীজপুর থেকে। তৃণমূল কর্মীদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এক তৃণমূল নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে শাসক দল।

সূত্রের খবর, কাঁচরাপাড়ার ১০ নম্বর ও ১১ নম্বর ওয়ার্ডে সকাল থেকেই ঝামেলা চলছে। বুথের সামনে বহু মানুষের জমায়েত থেকেই অশান্তি শুরু হয়। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, তাদের এজেন্টদের বুথে ঢুকতে দেওয়া হচ্ছিল না। প্রতিবাদ করাতেই তাদের কর্মী-সমর্থকদের মারধর করতে শুরু করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

তৃণমূলের একজন নেতাকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁর মাথা ফেটে গেছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। পৌঁছেছে পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ঘটনায় এখনও অবধি বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

অন্যদিকে, ভোট শুরুর আগের রাত থেকেই উত্তর ২৪ পরগনার আমডাঙায় ব্যাপক বোমাবাজি চলছে। গতকাল মাঝরাতে সাধনপুর গ্রাম পঞ্চায়েতের রাহানা ১ নম্বর ওয়ার্ডে বোমাবাজি হয়।  এলাকাবাসীর বক্তব্য, পর পর বোমা ছোড়া হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমডাঙা থানার পুলিশ।  এলাকায় এখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও টহল দিচ্ছেন।

You might also like