
রাস্তা অবরোধ, ভোটারদের বিক্ষোভ, বিজেপি বুথ সভাপতিকে মারধর, অশান্ত কল্যাণী
দ্য ওয়াল ব্যুরো: ভোট শুরু হতেই বিক্ষিপ্ত ঝামেলার খবর মিলল নদিয়ার কল্যাণী, শান্তিপুর থেকে।
কল্যাণী বাইপাসের ধারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ভোটাররা। অভিযোগ, সকালে ভোট দিতে গেলে তাঁদের বুথে ঢুকতে দেয়নি তৃণমূল কর্মী-সমর্থকরা। ভোটারদের ওপর হামলাও হয়েছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে হাতে ভোটার কার্ড নিয়ে রাস্তায় বসে পড়েন সকলে।
স্থানীয় এক ভোটারের অভিযোগ, সকাল থেকে বুথে বুথে চড়াও হচ্ছে তৃণমূল কর্মীরা। ভোট দিতে গেলেই বের করে দেওয়া হচ্ছে বুথ থেকে। হুমকি দেওয়া হচ্ছে। তাই যতক্ষণ না শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, ততক্ষণ অবরোধ চালিয়ে যাবেন তাঁরা।
এদিকে কল্যাণী বাইপাসে রাস্তা আটকে বসে পড়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছেছে কুইক রেসপন্স টিম। পৌঁছেছেন বিজেপি প্রার্থীও।
অন্যদিকে, কল্যাণীরই একটি বুথে বিজেপি কর্মীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বিজেপি কর্মীরা দাবি করেছেন, তৃণমূলের বাইক বাহিনী রড-লাঠি নিয়ে হামলা চালিয়েছে। দলের কয়েকজন কর্মী গুরুতর জখম। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
কাঁটাগঞ্জের বিজেপি বুথ সভাপতি প্রশান্ত ভট্টাচার্যের ওপর হামলার অভিযোগও উঠেছে। প্রশান্তবাবুর অভিযোগ, বুথে এজেন্টদের বসিয়ে তাঁরা চা খাচ্ছিলেন। সেই সময় সাত থেকে আটজন দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। প্রথমে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়। তারপর শুরু হয় এলোপাথাড়ি মার। রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রশান্তবাবু। স্থানীয়রাই উদ্ধার করেন তাঁকে। বুথ সভাপতির বক্তব্য, “এলাকায় আরও ফোর্স দরকার, না হলে তৃণমূলের গুণ্ডাবাহিনীকে আটকানো যাবে না। সকাল থেকেই সন্ত্রাস চলছে এলাকায়।”
শান্তিপুর থেকেও অশান্তির খবর সামনে এসেছে। বিজেপি এজেন্টকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ভোটারদেরও বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।