
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে গুপ্তারবাগান এলাকায় বোমা ছোড়ে দুষ্কৃতীরা। পর পর দুটি বোমা ফাটে। তারপরেই একজনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসীরা বলছেন, মৃতের নাম অনুরাগ সাউ। বয়স ১৮ বছর। ভোট পরবর্তী হিংসায় প্রাণ গেছে নিরীহ কলেজ পড়ুয়া অনুরাগের।
ঘটনাকি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গুপ্তারবাগানের ১৭ নম্বর ওয়ার্ডে। মৃতের পরিবার জানাচ্ছে, রাতে বাড়ির বাইরে শৌচকর্ম করতে গিয়েছিলেন অনুরাগ। সেই সময় দুষ্কৃতীরা বোমা ছোড়ে। একটি বোমা ফাটার পরে বিস্ফোরণের আওয়াজ পেয়ে কী হচ্ছে দেখতে যান ওই কলেজ পড়ুয়া। সেই সময় দ্বিতীয় বোমাটা ফাটে। গুরুতর জখম হন অনুরাগ।
ভাটপাড়া স্টেট মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে। ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।
কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। এলাকায় মোতায়েন আছে বিশাল পুলিশবাহিনী। তদন্ত শুরু হয়েছে।
কিছুদিন আগেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের জগদ্দলের মেঘনা মোড়ে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে। সেই সময় বাড়িতেই ছিলেন অর্জুন। তিনি অভিযোগ করেন, এলাকায় আতঙ্ক ছড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি এখনও চলছে।