
ভোটের সকালে হাবরায় রক্তাক্ত দেহ উদ্ধার, ব্যাপক উত্তেজনা
দ্য ওয়াল ব্যুরো: একদিকে যখন ভোটের লাইনে দাঁড়িয়েছেন মানুষ তখন ডোবা থেকে উদ্ধার হল রক্তাক্ত দেহ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার হাবরায়।
এদিন সকালে হাবরার কৈপুকুর জমিদার গেট এলাকায় একটি ডোবায় স্থানীয়রা একটি দেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের বক্তব্য, যে ব্যক্তির দেহ তিনি এলাকার কেউ নন। বাইরে খুন করে এই এলাকায় ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেহ থেকে টাটকা রক্ত ঝরতে দেখা গিয়েছে। তাতে স্পষ্ট ভোরবেলা খুনের ঘটনা ঘটেছে। পুলিশ এসে ডোবা থেকে দেহ উদ্ধার করেছে। এই খুনের ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। কী কারণে এই খুনের ঘটনা ঘটেছে তা নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।