Latest News

রক্ত ঝরল বর্ধমান দক্ষিণ কেন্দ্রেও, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল বিজেপি কর্মীর

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চম দফায় ভোটের সকাল থেকেই উত্তপ্ত বর্ধমানের উত্তর ও দক্ষিণ কেন্দ্র। সাত সকালে বর্ধমান উত্তরের সরাইটিকায় বিজেপি বুথ এজেন্টদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দু’জন গুরুতর জখম। বেলা গড়াতে একই ছবি দেখা গেল বর্ধমানের দক্ষিণ কেন্দ্রেও। লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল এক বিজেপি কর্মীর।

২৬০ বর্ধমান দক্ষিণ বিধানসভার দুবরাজদিঘী হাইস্কুলের ৩৭ নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীদের অভিযোগ, সকালে ভোটপর্ব শুরু হতেই বুথে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভোটারদের বুথে ঢুকতে বাধা দেয়। বিজেপি কর্মী, বুথ এজেন্টদের হুমকি দেওয়া শুরু করে।

অভিযোগ, দুষ্কৃতীদের একটি বড় দল হামলা চালায় বুথে। লাঠি দিয়ে মেরে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি। আক্রান্ত কর্মীর নাম সন্দীপ দে। তাঁর জখম গুরুতর। বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছে। এদিকে হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতেই মিথ্যা অভিযোগ করছে বিজেপি।

বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১২ নম্বর ওয়ার্ডেও তুমুল ঝামেলা চলছে সকাল থেকে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারাল নিয়েছে গোটা এলাকা। সূত্রের খবর, ওই ওয়ার্ডে বুথের বাইরে বহু মানুষের জমায়েত ছিল। সেই ভিড় সরাতে গেলেই দুই পক্ষের বচসা শুরু হয়ে যায়। একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বর্ধমান থানার আইসি। এলাকায় এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে।

বর্ধমান উত্তর কেন্দ্রেও সকাল থেকে দফায় দফায় ঝামেলা চলছে। উত্তর বিধানসভা কেন্দ্রের সরাইটিকার ৭০,৭১,৭২ ও ৭৩ নম্বর বুথে বিজেপি এজেন্টদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, ভোট শুরু হতেই চড়াও হয় দুষ্কৃতীরা। মারধর শুরু করে বিজেপি এজেন্টদের। বাধা দিতে গেলে হামলা হয় বিজেপি কর্মীদের ওপরেও। মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ।

অজিত সরকার ও অজিত সরেন নামে বিজেপির দুই বুথ এজেন্টের মাথা ফেটেছে। একজনের জখম গুরুতর।

You might also like