
রাসবিহারীতে বুথের ভেতরে শ্লীলতাহানির অভিযোগ, আটক বিজেপি প্রার্থীর এজেন্ট
রাসবিহারী কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী করেছে ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিক লেফটেন্যান্ট সুব্রত সাহাকে। সূত্রের খবর, সকাল থেকেই অশান্তির খবর পেয়ে বিভিন্ন বুথে বুথে ঘুরছিলেন সুব্রতবাবু। বিদ্যাভারতী স্কুলের বুথে এজেন্ট ছিলেন মোহন রাও। তাঁর বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
সূত্রের খবর, ওই বুথে নাকি তৃণমূলের মহিলা এজেন্টদের সঙ্গে তর্কাতর্কি বেঁধে যায় মোহনবাবুর। ঝামেলা চরমে ওঠে। এরপরেই তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন তৃণমূলের মহিলা এজেন্টরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোহনবাবুকে আটক করে নিউ আলিপুর থানার পুলিশ।
বিজেপির বক্তব্য, ইচ্ছা করে ফাঁসানো হয়েছে তাদের এজেন্টকে। তৃণমূল বুঝতে পেরেছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই এইসব মিথ্যা অভিযোগ তুলে কালি ছেটানোর চেষ্টা করা হচ্ছে। পাল্টা শাসক দলের দাবি, বিজেপির রাজত্বে মহিলারা সুরক্ষিত নন। আজকের ঘটনাই তার প্রমাণ।
অন্যদিকে, রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে বুথে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। প্রার্থীর অভিযোগ, বালিগঞ্জ শিক্ষাসদন, আর্য বিদ্যামন্দির, রাজেন্দ্রনাথ বিদ্যাপীঠ ও নব নালন্দা স্কুল—এই চারটি বুথে তাঁকে ঢুকতে বাধা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। দেবাশিসবাবুর আরও অভিযোগ, তাঁর এলাকায় সকাল থেকেই ২০টি ইভিএম মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে। সে কারণে ভোটপ্রক্রিয়া ব্যাহত হয়েছে বলে অভিযোগ তাঁর। ঘটনার কথা জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও করেছেন তিনি।
এদিকে গতকাল রাতে কলকাতার কড়েয়া থানা ও বন্দর এলাকা থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। কড়েয়ার মসজিদ লেন থেকে ১৫টি তাজা বোমা উদ্ধার হয়েছে, কলকাতা বন্দর বিধানসভার পশ্চিম বন্দর থানা এলাকা থেকে পাওয়া গেছে ১৯টি বোমা। এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্যই দুষ্কৃতীরা ওই বোমা মজুত করে রেখেছিল বলে অভিযোগ বাসিন্দাদের।