Latest News

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না এবছর, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা এবছর হচ্ছে না। তবে কীভাবে মূল্যায়ন হবে পড়ুয়াদের, তা ৭ দিনের মধ্যেই জানানো হবে। আজ, সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী জানান, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে, পরীক্ষা হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছিল, তারাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বাতিলের পরামর্শ দিয়েছে।

গতকাল এই দুটি পরীক্ষা হওয়া-না হওয়া নিয়ে অভিভাবক, পড়ুয়া ও সাধারণ মানুষের মতামতও চেয়েছিলেন মমতা। তিনটি ইমেল আইডি-তে মতামত পাঠাতে বলা হয়েছিল। আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তামত জানিয়ে সরকারের কাছে ৩৪ হাজার ইমেল এসেছে। মাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত পড়েছে ৭৯ শতাংশ। উচ্চমাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত পড়েছে ৮৩ শতাংশ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, যাই হয়ে যাক না কেন, পড়ুয়াদের যেন কোনও অসুবিধে না হয়, তা সবার আগে দেখতে হবে। তিনি বলেন, “মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সঙ্গে সিবিএসই ও আইসিএসই ও আইএসসি-এর সঙ্গে মিলিয়ে যেন পরীক্ষা নেওয়া হয় হয়। পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে।” বিশেষজ্ঞ কমিটির মত এবং জনমতকে গুরুত্ব দিয়েই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

কোভিড আবহে পরীক্ষা হবে কি হবে না, তাই নিয়ে দ্বন্দ্ব ছিল প্রথম থেকেই। তারপরেও মে মাসের শেষের দিকে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন, জুলাইয়ে উচ্চ মাধ্যমিক এবং অগস্টে মাধ্যমিক পরীক্ষা হবে। কম নম্বরে, কম সময় ধরে, কম বিষয়ের উপর পরীক্ষা হবে বলেও জানিয়ে দিয়েছিলেন তিনি।

কিন্তু এর পরে সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা এবং আইএসসি পরীক্ষা বাতিল হয়ে যায়। এর পরেই বিশেষজ্ঞ কমিটি গড়েন মমতা। সেই কমিটিই মত দিয়েছে, পরীক্ষা নেওয়া হবে না এবছর। মুখ্যমন্ত্রী এদিন সেকথা জানিয়ে বলেন, “প্রত্যেকের মতামত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের একটা পর্যবেক্ষণও আছে। বিশেষজ্ঞ কমিটিও বলেছে যে এই সময় পরীক্ষা নেওয়া উচিত নয়। যেহেতু মহামারী চলছে, অনেক স্কুল সেফ হাউস হয়ে গিয়েছে। নানা রকম ব্যাপার আছে। তাই আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না।”

এই পরিস্থিতিতে পর্ষদ ও শিক্ষা দফতরকেও যাবতীয় বিষয় খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন, “বাচ্চাদের পক্ষে যেটা সুবিধার হবে, সেটাই করতে হবে। তারা যেন বঞ্চিত না হয়। পরীক্ষা না হলে ছেলেপিলেদের সমস্যা হয়। অনেক ভাল পড়ুয়া আছে, যারা মাধ্যমিকের উপর নির্ভর করেই জীবনে গতি তৈরি করে। এগুলো কিন্তু ভাল করে ভাববেন।”

You might also like