Latest News

হুড খোলা গাড়িতে প্রচার শেষে মূর্ছা গেলেন তৃণমূল প্রার্থী, নিয়ে যাওয়া হল হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো, জামুরিয়া: বিকেলে হুড খোলা গাড়িতে মাইক হাতে করছিলেন রবিবাসরীয় প্রচার। তা শেষে হওয়ার আগেই হঠাৎ অজ্ঞান হারিয়ে পড়ে গেলেন জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিং।

দলীয় কর্মীদের দাবি, গ্রীষ্মের দাবদহের মধ্যে নাগারে ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থী হরেরাম সিং। বিরামহীনভাবে দলের কাজও করে যাচ্ছেন তিনি। শরীরের অস্বস্তি থাকা সত্ত্বেও আজ প্রচারে বেরিয়ে ছিলেন হরেরাম সিং। রবিবার জামুড়িয়া কুয়ো মোড় থেকে থানা মোড় পর্যন্ত ছিল তাঁর প্রচার। শুধু প্রচারই নয়, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত ৪ জনের মৃত্যুতে প্রতিবাদ মিছিলও ছিল সেখানে। মাইক হাতে নাগারে প্রচার করার সময় হঠাৎই আরও অসুস্থ হয়ে পড়েন হরেরাম সিং। হুট খোলা গাড়িতে দাঁড়িয়ে থাকতে থাকতে অচৈতন্য হয়ে যান। তড়িঘড়ি তাঁকে কর্মীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে তাঁকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, ”গরমের মধ্যে এক নাগারে কাজ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর রক্তে শর্করার পরিমাণও কমে গিয়ে ছিল। তাই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। রাতে ওই প্রার্থীকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।”

এদিন মিছিলে জামুড়িয়া তৃণমূল প্রার্থী হরেরাম সিং ছাড়াও ছিলেন পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী হাজারি বাউরী।

You might also like