Latest News

মালদহের রাস্তায় গুলি ছুড়ছেন তৃণমূল প্রধানের দেওর! এলাকায় শোরগোল

দ্য ওয়াল ব্যুরো: তিনি শাসক দলের পঞ্চায়েত প্রধানের দেওর! প্রকাশ্য দিবালোকে সেই তাঁকেই দেখা গেল একের পর এক গুলি চালাতে! এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভাইরাল হয়েছে তার একটি ভিডিও।

ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। যদিও দ্য ওয়ালের পক্ষ থেকে এই ঘটনার সত্যতা যাচাই করা হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মালিওর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তোরিনা খাতুনের দেওর আরজাউল হক। তিনিই গুলি চালানো অভ্যাস করছিলেন। ভিডিও থেকে পরিষ্কার ওই ঘটনার সময় আশেপাশে অনেকেই উপস্থিত ছিলেন। এই ভিডিও ভাইরাল হতেই প্রধানের দেওরকে গ্রেফতার করেছে পুলিশ। বিরোধীদের দাবি, অভিযুক্ত আরজাউল তৃণমূলের সক্রিয় কর্মী।

 

ঘটনার কথা জানাজানি হতেই তৃণমূলের তীব্র সমালোচনা করেছে বিজেপি। গত পঞ্চায়েত নির্বাচনের পর মালিওর-২ পঞ্চায়েতে বাম ও কংগ্রেস হাত মিলিয়ে বোর্ড গঠন করে। প্রধান হন তোরিনা খাতুন। পরে বাকি পঞ্চায়েত সদস্যদের নিয়ে তিনি বিজেপিতে যোগ দেন। যদিও পরবর্তীকালে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের একাংশ প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। অনাস্থার বিরুদ্ধে প্রধান আদালতের দ্বারস্থ হয়ে স্থগিতাদেশ পেয়েছেন। তা নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে। এই আবহেই প্রধানের দেওরের বন্দুক থেকে গুলি ছোড়ার ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে।

 

 

তৃণমূল অবশ্য অভিযুক্ত আরজাউলের পাশে দাঁড়ায়নি। তাদের বক্তব্য কেউ অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে।সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে তৃণমূল নেতার গেরিলা কায়দায় গুলি ছোড়ার ভিডিও ভাইরাল হতেই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

You might also like